tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৮ পিএম

ডিএনসিসির ৪৩ স্থানে এডিসের লার্ভা শনাক্ত


DNCC_20240923_165911284

মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ অভিযানে ৪৩ স্থানে এডিসের লার্ভা শনাক্ত হয়েছে৷ এ সময় এক স্থাপনা মালিককে জরিমানা করে নগর কর্তৃপক্ষ।


সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরীর ৪৯টি ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ৯৫৭ জন মশক কর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাত হাজার ৬৭টি স্থাপনা পরিদর্শন করা হয়৷ এর মধ্যে ৪৩টি স্থাপনায় এডিসের লার্ভা শনাক্ত হয়। মশক প্রজনন উপযোগী জায়গা শনাক্ত হয় চার হাজার ৮২৭টি।

এ সময় ২৯টি স্থাপনা মালিককে সতর্ক করে নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া একটি স্থাপনা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএইচ