কোথায় আজ স্বাধীনতা, প্রশ্ন রিজভীর
Share on:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন।
আর চীনে যাওয়ার জন্য আরেক দেশের অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন, শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোন আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়, তাহলে কোথায় আজ স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায়? ৩০ লাখ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আজ কোথায়? এ লজ্জা আজকে এই জাতির। এ কাজ বেগম খালেদা জিয়া করেননি।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল-ফকিরাপুল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, শ্রমিকদল নেতা সুমন ভুঁইয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিলের আয়োজন করে শ্রমিক দলের ঢাকা মহানগর শাখা।
রিজভী আরও বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম তিন’শ বিশ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। টমেটোর কেজি ডাবল সেঞ্চুরি পার হয়েছে। শ্রমিকরা এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না।
তিনি বলেন, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজীর-আজিজদের শুধু এক-দুই কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিবকোট পরে জয়বাংলা শ্লোগান দিয়ে আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন।
রিজভী আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার-মুসোলিনিরা রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন। সব রাজবন্দিদের মুক্তি দিন।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ষড়যন্ত্র করে ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। অচিরেই আপনার তক্তে তাউস ভেঙ্গে চুরমার হয়ে যাবে। জনগণ ক্ষমতা থেকে টেনে নামাবে।
মিছিলে আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, মামুন মোল্লা, আব্দুল খালেক, ওলামা দলের সেলিম রেজা, আবুল হোসেন, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, রানা, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবিরসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।
এমএইচ