মাওলানা শাহ মুহাম্মাদ মোহেব্বুল্লাহর ইন্তিকালে জামায়াতের গভীর শোক প্রকাশ
Share on:
পিরোজপুরের ছারছীনার পীর সাহেব, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর আমীর হযরত মাওলানা শাহ মুহাম্মাদ মোহেব্বুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার ( ১৭ জুলাই) এক বিবৃতিতে এ শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ছারছীনার পীর সাহেব, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর আমীর, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদ গাউসুল আজম কমপ্লেক্স-এর মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মাদ মোহেব্বুল্লাহর ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর রেখে যাওয়া কাজ মানুষকে ইসলামের পথে পরিচালিত করবে।
তিনি আরও বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ