tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৩, ২১:৩৭ পিএম

নির্বাচনের তিন দিন আগে বিজেপি নেতা খুন


d46d789e4f23ca4c0b162d1875933918-65465fae5fd83

ভারতের ছত্তিশগড় রাজ্যে প্রথম ধাপের নির্বাচনের মাত্র তিন দিন আগে ক্ষমতাসীন বিজেপির এক নেতা খুন হয়েছেন। পুলিশ বলছে, নির্বাচনী প্রচারণার সময় তিনি খুন হন। রতন দুবে নামে ওই নেতা বিজেপির নারায়ণপুর জেলা ইউনিটের সহ–সভাপতি ছিলেন।


পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদী অস্ত্রধারীরা ওই বিজেপি নেতাকে হত্যা করেছে। আজ শনিবার কুয়াশালনার এলাকায় এ ঘটনা ঘটে। বিজেপি নেতা দুবে ওই এলাকার জেলা পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন।

পুলিশের বর্ণনা অনুযায়ী, বিজেপির হয়ে কুয়াশালনার বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন দুবে। সেখানে কুড়ালের আঘাতে তাঁকে হত্যা করা হয়। মাওবাদীরা সম্প্রতি প্রেসনোট প্রচার করে জনগণকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে।

ছত্তিশগড় রাজ্যে দুই ধাপে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ১৭ নভেম্বর। রাজ্যে ২০টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে নারায়ণপুর একটি।

এনএইচ