তাযকিয়াতুল উম্মাহ মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Share on:
তাযকিয়াতুল উম্মাহ আল আরাবিয়্যাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর এক মিলনায়তনে পুরস্কার বিতরণ করে তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন।
তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রব ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলার শাখার প্রিন্সিপাল মূফতি মাওলানা মিজানুর রহমান।
মুফতি মিজানুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পাঁচটি উপদেশ দিয়ে তিনি বলেন, আত্ম উপলদ্ধি করা। এর মানে হলো নিজেকে চেনা। তুমি কে তোমাকে কে সৃষ্টি করেছে আর মৃত্যুর পরে তুমি কোথায় যাবে। কুরআন হাদিস বেশি করে পড়া। তাহলে হিকমা এবং জ্ঞান অর্জন করতে পারবে। সব ভালো কাজের প্রতিযোগিতা করা। এতে দুনিয়া এবং আখেরাতে পুরস্কার রয়েছে। দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবে। ভালো মানুষ হওয়ার চেষ্টা করা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিসবাহুল উম্মাহ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,আকিজ ফাউন্ডেশন মাদরাসার ভাইস প্রিন্সিপাল আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন, তাযকিয়াতুল উম্মাহ আল আরাবিয়্যাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহসিন বিন কায়সার।
অনুষ্ঠান শেষে বার্ষিক পরিক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারিদের মাধ্যে পুরস্কার বিতরণ করেন। একই সাথে যারা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন তাদেরও পুরস্কৃত করেন।
এনএইচ