tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৪, ১৬:৩২ পিএম

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করলো আর্জেন্টিনা


Capture

দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা।


শুক্রবার (১৩ জুলাই) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। প্রেসিডেন্টের অফিশিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে বুয়েন্স আয়ার্স। খবর, সিজিটিএন’র (চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক)।

শুধু কালো তালিকাভুক্তই নয়, ফিলিস্তিনি গোষ্ঠীর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেইসাথে হামাসের বিরুদ্ধে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার প্রতিবাদও করা হয়। তকমা দেয়া হয় তেলআবিবের ইতিহাসে জঘন্যতম হামলার। স্টেটমেন্টটি প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়।

উল্লেখ্য, হামাসকে সমর্থন দেয়ার অভিযোগে ইরানেরও সমালোচনা করা হয় বুয়েন্স আয়ার্স থেকে। ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এর আগেও বেশ কয়েকবার নেতানিয়াহু প্রশাসনের পক্ষ নিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

এসএম