টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
Share on:
চলতি ওয়ানডে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও জয়ের স্বাদ পায়নি শ্রীলঙ্কা। তাই তাদের লক্ষ্য জয়ে ফেরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বমঞ্চে অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। টানা জয় তুলে নেওয়ার লক্ষ্য ডাচদের। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
শনিবার (২১ অক্টোবর) লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে লঙ্কানদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন হেমন্থ ও কাসুন রাজিথা। বাদ পড়েছেন ভাল্লালাগে ও লাহিরু কুমারা। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে ডাচরা।
শ্রীলঙ্কা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুশান হেমন্ত, মহেশ থিকশানা, দিলশান মাদুসাংকা, কাসুন রাজিথা।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।
এনএইচ