শামিকে ছাড়াই অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত, তিন নতুন মুখ
Share on:
ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মোহাম্মদ শামি। বাংলাদেশের বিপক্ষে হোম টেস্ট দিয়ে দলে ফেরার কথা ছিল এই তারকা পেসারের। হয়নি সেটিও।
এরপর বলা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরবেন শামি। সেটি তো হয়-ই-নি বরং অস্ট্রেলিয়া সফরের দলেও ফেরা হচ্ছে না তার।
শামির ফেরা না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার। তার মধ্যে রয়েছে ওপেনার আভিমান্যু ইশ্বরন, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা। এর মধ্যে রেড্ডি টি-টোয়েন্টিতে খেলেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের জন্য শুক্রবার রাতে ১৮ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। যেখানে ফেরানো হয়েছে পেসার প্রাসিধ কৃষ্ণাকে। কুঁচকির চোটের কারণে নেই বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদাব। নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা অক্ষর প্যাটেলকেও রাখা হয়নি।
একই দিন ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের দলও।
পার্থে আগামী ১৫ নভেম্বর থেকে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে রোহিতরা। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, হারশিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ঈশ্বরন।
ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, তিলক বার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, রমণদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল।
এনএইচ