একতরফা নির্বাচনে ইসির আচরণবিধি লঙ্ঘনের নোটিশ তামাশা: রিজভী
Share on:
জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধান ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এমন 'একতরফা' ও আওয়ামী ঘরোয়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের নোটিশ দেওয়ার অর্থ হচ্ছে জনগণের সঙ্গে নির্বাচন কমিশনের ঠাট্টা করা।
তিনি বলেন, 'জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্তা ভূলুণ্ঠিত করেছে। এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা মানে জনগণের সাথে কমিশনের ঠাট্টা করা।
রোববার (৩ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'এখানে একতরফা একটি নির্বাচন। সেখানে সবাই মিলে একই দলের লোক…একই দলের কেউ প্রত্যক্ষ প্রার্থী, কেউ পরোক্ষ প্রার্থী, কেউ এক নম্বর প্রার্থী, কেউ দুই নম্বর প্রার্থী, কেউ তিন নম্বর প্রার্থী… সব আওয়ামী লীগের প্রার্থী।'
তিনি আরও বলেন, 'নির্বাচন উপলক্ষে ইউএনও এবং ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও-ওসিদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।
এই একতরফা নির্বাচনে জনগণের কোনো ভ্রুক্ষেপ নেই। যেখানে ৬০টির বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কীসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল?'
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১০টি মামলায় ৯২৫ জনকে আসামি করা হয়েছে বলে দাবি করেন রিজভী।
এমএইচ