tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২২, ১৩:৪০ পিএম

রাশিয়াকে ড্রোন তৈরিতে সাহায্য করবে ইরান


010

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার ভূ-খণ্ডে কয়েক শ’ ড্রোন তৈরি করতে ইরানের সাথে চুক্তি করেছে মস্কো।


মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) ওই খবরে বলা হয়, চলতি নভেম্বরের শুরুতে রাশিয়া এবং ইরানের কর্মকর্তারা চুক্তিটি চূড়ান্ত করেছে। সামনের মাসগুলোতে তারা ড্রোন তৈরি শুরু করবে।

তবে ইতোমধ্যেই ইরানের বানানো কয়েক শ’ শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এগুলো শত শত কিলোমিটার উড়তে, টার্গেটকে লক্ষ্য করে চক্রাকারে ঘুরতে এবং বিস্ফোরকের বোঝা নামাতে পারে।

রাশিয়ার ড্রোন ব্যবহারের বিষয়টি ইরান স্বীকার করলেও মস্কো তা অস্বীকার করেছে।

চলতি মাসে ইরান বলেছে, তারা রাশিয়াকে ড্রোন সাপ্লাই করেছে। সূত্র : ডেইলি সাবাহ।

এন