টি টোয়েন্টি বিশ্বকাপ : এশিয়া জয়ী শ্রীলঙ্কার দল ঘোষণা
Share on:
অবশেষে ডেডলাইন পার হয়ে যাওয়ার পর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দাসুন শানাকার নেতৃত্বে সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা।
১৫ সদস্যের বিশ্বকাপ দলে রেখেছে একাধিক ইনজুরিতে থাকা খেলোয়াড়কে। যাদেরকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। পেসার দুষ্মান্থে চামিরা ও লাহিরু কুমারা এই তালিকায় রয়েছেন।
এদিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে আশেন বান্দারা, প্রাভীন জয়াউইকরামা, দিনেশ চান্দিমাল, বিরুনা ফার্নান্দো ও নুয়ানিদু ফার্নান্দোকে। যদিও তাদের মধ্য থেকে কেবল বান্দারা ও জয়াউইকরামা দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন।
অবশ্য লঙ্কান বিশ্বকাপ দলে এশিয়া কাপে খেলা অধিকাংশ খেলোয়াড়ই স্থান পেয়েছেন। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিষেক হওয়া মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও আসিথা ফার্নান্দো।
সদ্য সমাপ্ত এশিয়া কাপের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ফেরা অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের জায়গা হয়েছে স্ট্যান্ডবাইতে। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা দিলশান মাদুশঙ্ক প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন দলে।
দলে জায়গা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও জেফারি বন্দরসে। তাদের প্রথম সারির পেসার চামিরা এখনো হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দলে তার জায়গা পাওয়াটা নির্ভর করছে এক মাসেই মধ্যে সেরে ওঠার ওপর।
তিনি ও লাহিরু কুমারার অনিশ্চয়তার কারণে দলে একাধিক প্রতিভাবান ও প্রতিশ্রুতশীল পেসার রাখা হয়েছে। সেই তালিকায় আছেন মাদুশঙ্ক, প্রমোদ মাদুশান ও চামিকা করুণারত্নে।
লঙ্কান টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :
দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মান্থে চামিরা (*ইনজুরি), লাহিরু কুমারা (*ইনজুরি), দিলশান মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই :
আশেন বান্দারা, প্রাভীন জয়াউইকরামা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।
এন