tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৬ জানুয়ারী ২০২৪, ২১:৪৭ পিএম

জনগন প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন : আবদুল হালিম


Lalmonirhat_26_01_2024

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে ভোটারগণ ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের পাতানো নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ভোটের দিন তারা ঘরে অবসর সময় কাটিয়েছেন।


শুক্রবার (২৬ জানুয়ারি) লালমনিরহাট জেলা আমীর প্রভাষক আতাউর রহমান এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডামি নির্বাচন করে সরকার বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে পড়েছে। তামাশার নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আওয়ামী লীগের পাতানো ডামি নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না। সরকার দেশকে রাজনৈতিক সঙ্কটে নিপতিত করেছে। সরকারের উচিত ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সঙ্কট থেকে উদ্ধার করা।

আবদুল হালিম বলেন, জালিম সরকার সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে বন্দি করে রেখেছে। হাজার হাজার নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ইসলামী আন্দোলনের কাজকে আরো বেগবান করতে হবে এবং বাকশালী সরকার পতনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের কারণে শীতবস্ত্র প্রদানের মতো জনকল্যাণমূলক কাজও স্বস্তিতে করা সম্ভব হচ্ছে না। ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে সামর্থানুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন যাবত লালমনিরহাটসহ সারাদেশে তীব্র শীত বিরাজ করছে। নিম্ন আয়ের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। অর্থাভাবে তারা শীতবস্ত্র ক্রয় করতে পারছেন না। তারা শীতে প্রচণ্ড কষ্ট করছেন। এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি বিত্তবানদেকে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা আলাউল ইসলাম ফাতেমী, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু মুসা, আদিতমারী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, ছাত্রশিবির জেলা সভাপতি ওসমান গণি প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি