পঞ্চগড়ে সূর্য উঁকি দিলেও বেড়েছে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
Share on:
হিমকন্যা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়ার একদিন পর আবার কমেছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ তাপমাত্রায় হাড়কাঁপা শীতে কাঁপছে উত্তরের জেলার প্রান্তিক জনপদের মানুষ। সকালের আবহাওয়ার তথ্যটি জানিয়েছেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়ার তথ্যানুযায়ী, শনিবার ১৩ ডিগ্রি, শুক্রবার ৯.৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৯.৬, বুধবার ১০.১, মঙ্গলবার ৯.৫, সোমবার ৯.৭, রোববার ১০ এবং শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোববার সকালে দেখা মিলেছে সূর্যের মুখ। তবে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীত অনুভব করছে এ অঞ্চলের মানুষ। এ শীত গায়ে নিয়েই নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে। কেউ পাথর তুলতে, কেউ চা বাগানে, কেউ বীজতলাসহ দিনমজুরী কাজ করতে বেরিয়েছেন।
স্থানীয়রা বলেন, গতকাল বেশ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীত কম ছিল। আজ তাপমাত্রা কমেছে। তাই সকাল থেকেই কনকনে শীত অনুভব হচ্ছে। আমাদের অঞ্চলে এ শীত মৌসুমে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল গড়তেই শুরু হয় হিমেল হাওয়া। সে হিমেল হাওয়ায় বাড়তে থাকে শীতের মাত্রা। সন্ধ্যার পর শীতের মাত্রা বাড়ে। রাত বাড়তে থাকলে শীতও বাড়ে সমানতালে।
তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত গ্রামের ভ্যানচালক দেলু জানান, গতকালের চেয়ে আজ ঠান্ডা বেশি মনে হচ্ছে। তবে সকালে রোদ ওঠার কারণে ভ্যান নিয়ে বেড়িয়েছি। ভাড়া মারতে পারছি। লোকজনও ভ্যানে উঠছে।
পাথর শ্রমিক একরাম, কামাল ও চা শ্রমিক আরশেদ আলীসহ কয়েকজন বলেন, গত কয়েকদিনের তুলনায় শনিবার শীত কম মনে হয়েছে। তাপমাত্রা বেড়েছে বলে মনে হয়েছে। কাজ করতে সমস্যা হচ্ছে না। জীবিকার তাগিদেই তো কাজে যেতে হয়, তবে গত দিনের তুলনায় ঠান্ডা কম লাগছে।
এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, একদিন পর আজ আবার তাপমাত্রা কমেছে। আজ সকাল ৯টায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে গত ১৬ ডিসেম্বর থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।
এনএইচ