tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ১৮:২৮ পিএম

পরিবারতন্ত্রের বিরোধিতায় নরেন্দ্র মোদি


নরেন্দ্রে মোদী.jpg

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিবারতন্ত্র তৈরি করে সাংবিধানিক চেতনাকে আঘাত করা হয়েছে, সংবিধানের প্রতিটি ধারাকেও আঘাত করা হয়েছে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিবারতন্ত্র তৈরি করে সাংবিধানিক চেতনাকে আঘাত করা হয়েছে, সংবিধানের প্রতিটি ধারাকেও আঘাত করা হয়েছে।

যখন রাজনৈতিক দলগুলো নিজেদের গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলে, তখন তারা গণতন্ত্রকে রক্ষা করবে কীভাবে? কোনো রাজনৈতিক দল একটি পরিবার দ্বারা পরিচালিত হয়, তবে তা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠানে মোদি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পরিবারের জন্য দল, পরিবার দ্বারা... আমার কী আর কিছু বলার দরকার আছে? একটি দল বহু প্রজন্ম ধরে একটি পরিবার দ্বারা পরিচালিত হলে সুস্থ গণতন্ত্র সম্ভব নয়।

ভারতের সংবিধান দিবসে প্রধান বিরোধীদল কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে সংসদে কটাক্ষ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রথম আইনমন্ত্রী ভীম রাও, যিনি দেশটির খসড়া সংবিধান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তার সম্মানে ২০১৫ সাল থেকে সংবিধান দিবস পালিত হয়ে আসছে।

জানায়, আগামী সোমবার অনুষ্ঠিতব্য শীতকালীন অধিবেশনের আগে ১৪টি বিরোধীদল সংসদে সংবিধান দিবসের অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন মোদি।

ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট ২৪টি অংশে ৪৪৮টি ধারা, ১২টি তফসিল এবং ১১৩টি সংশোধনী আছে। তথ্যসূত্র: এনডিটিভি।

এইচএন