পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদ
Share on:
২১ আগস্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “১৫ ও ২১ আগস্ট-এর প্রেক্ষাপট পরিণতি ও আগামীর বাংলাদেশ” শিরোনামে লিখিত নিবন্ধে জামায়াতে ইসলামী সম্পর্কে যে সব ভিত্তিহীন অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মতিউর রহমান আকন্দ ২১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“মেঃ জেঃ একে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব:) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জামায়াতে নেতাদের সম্পর্কে যে সব আজগুবি তথ্য পরিবেশন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি তার নিবন্ধের এক জায়গায় "জামায়াতের মন্ত্রীরা প্রকাশ্যে বললেন, এদেশে কখনোই কোনো মুক্তিযুদ্ধ হয়নি” মর্মে যে ভিত্তিহীন অসত্য মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জামায়াতে ইসলামীর কোন মন্ত্রী বা নেতা কখনো এ ধরনের কোন মন্তব্য করেননি। এটি একে মোহাম্মদ আলী শিকদারের নিজস্ব মনগড়া বক্তব্য ও নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
জামায়াতের নেতাদের বক্তব্যের বরাত দিয়ে এ ধরনের ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মেঃ জেঃ একে মোহাম্মদ আলী শিকদার পিএসসির প্রতি আহ্বান জানাচ্ছি।”
প্রেস বিজ্ঞপ্তি