tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৪, ১৫:৫৩ পিএম

গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত


image-281551-1720342463

প্রায় এক যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গৃহকর্মী ভিসা (২০ নম্বর) থেকে কোম্পানি ভিসায় (১৮ নম্বর) পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি।


এক্ষেত্রে আগামী ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নিদিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা।

শনিবার (৬ জুলাই) স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

খবরে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহর সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয়।

গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে। অবশ্যই অনত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। এছাড়া, ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে।

এদিকে, ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়ার খবরে উচ্ছ্বসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশি।

কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন, শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ, তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে ইনকাম বাড়াতে পারবেন। এতে করে দেশের রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পাবে।

এমএইচ