tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ২১:০৫ পিএম

ব্যাটিংয়ে চেন্নাই, আজও একাদশে আছেন মোস্তাফিজ


musta-20240326194735

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। তবে মাথিশা পাথিরানা ফেরার পর চেন্নাই সুপার কিংসের একাদশে মোস্তাফিজুর রহমানের জায়গা হয় কিনা, তা নিয়ে ছিল সংশয়।


অবশ্য ম্যাচসেরা পারফরমারকে বসিয়ে রাখার দুঃসাহস করেনি চেন্নাই। আজও একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। মাথিশা পাথিরানাকে রাখা হয়েছে ইমপ্যাক্ট-সাব হিসেবে।

ঘরের মাঠে টস হেরেছে চেন্নাই। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। অর্থাৎ চেন্নাই ব্যাট করবে।

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করে চেন্নাই। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মোস্তাফিজ।

চেন্নাই একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান।

গুজরাট একাদশ

ঋদ্ধিমান সাহা, শুভমান গিল (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেনসার জনসন।

এসএম