tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ১৫:৫৯ পিএম

১২ দলীয় জোটের মুখপাত্র সেলিম ইবরাহিম-বুলবুল বহিষ্কার


selim-1-20231122152535

১২ দলীয় জোটের মুখপাত্র করা হয়েছে জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে।


একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় জোট থেকে বহিষ্কার করা হয়েছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বধীন বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগকে।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ১২ দলীয় জোটের নতুন মুখপাত্র শাহাদত হোসেনের এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম বলেন,আমাদের জোটের মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি ও মুসলিম লীগকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম এতদিন ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন। তার নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে ওই জোট নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

এমএইচ