tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৪ মে ২০২৪, ১৬:২৯ পিএম

বাংলাদেশে ঢুকে নারীদের তাড়া করে গুলি ছুড়ল বিএসএফ


Kurigram_Border-67725eb0132eae194917b6fde8ae18a4

ঘটনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে


কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেই গুলিতে সীমান্ত নিকটবর্তী এক বাড়ির রান্নাঘরের চাল ফুটো হয়ে গেছে।

রবিবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১–এর পাশে এ ঘটনা ঘটে।

এ নিয়ে বিজিবির কড়া প্রতিবাদের পর সোমবার সন্ধ্যায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া, আবদুল কুদ্দুসসহ কয়েকজন জানান, ধান কাটার পর খড় সংগ্রহের জন্য রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নো ম্যান্স ল্যান্ডে যান কয়েকজন। এ সময় বিএসএফের নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক সদস্য তাদের ধাওয়া করেন। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে চলে আসেন। তখন ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে বাংলাদেশের ভেতরে প্রায় ২০ থেকে ৩০ গজ ভেতরে চলে আসেন। একপর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত ভারতের ভেতরে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেঁষা নুর আলম বাচ্চুর বাড়ির রান্নাঘরের চাল ফুটো হয়ে বুলেট মেঝেতে পড়ে। সে সময় রান্না ঘরে বাচ্চুর পুত্রবধূ থাকলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। পরে নুর আলম বাচ্চুর পুত্রবধূ শাকিলা আক্তার ইতি রান্নাঘরের মেঝে থেকে এক রাউন্ড বুলেট উদ্ধার করেন। গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনও ছোটাছুটি করতে থাকেন।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধীন গোরকমণ্ডল ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামসহ একটি দল খবর পেয়ে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে যান। তারা গুলিটি ক্যাম্পে নিয়ে যান।

নুর আলম বলেন, “কপাল ভালো, গুলিটা ছেলের বউয়ের গায়ে লাগেনি। মাঝেমধ্যেই বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর অত্যাচার চালায়।”

বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমণ সিং। বৈঠকে বিনা উসকানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। তবে এ ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি বিএসএফ।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ বলেন, “সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।”

এমএইচ