মাহমুদউল্লাহ ইস্যুতে যা বললেন সাকিব
Share on:
এশিয়া কাপে বাংলাদেশের দুঃসময় চলছেই। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের ফলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
এদিকে বেশ কিছু ধরে জাতীয় দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। লংকা ম্যাচে বাংলাদেশকে আরও একবার ভুগিয়েছে ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ও ফিনিশিং চিরচেনা দুই পজিশনে আরও একবার ভুগিয়েছে বাংলাদেশকে।
ফলে আরও একবার ঘুরেফিরে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ। এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই আলোচনায় রিয়াদ। ফিনিশিংয়ে রিয়াদকে মিস করছেন কিনা এমন প্রশ্নকে অবশ্য খুবই অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয় দলে রিয়াদকে মিস করছেন কিনা। জবাবে সাকিব বলেন, দেখেন শেষ তিন সিরিজে রিয়াদ ভাই ছিল না। তখন এসব কথা আপনারা বলেছেন কিনা আমি জানি না, এখন বলছেন কেন? আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক।
সুপার ফোরে নিজেদের সর্বশেষ ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এবি