tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২২, ১৯:৪৮ পিএম

কিয়েভে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে


কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরটির উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে।


কিয়েভকে নিরাপদ মনে করে যারা ফিরে আসার পরিকল্পনা করছেন তাদেরকে মেয়র সতর্ক করে দিয়েছেন, যেন আপাতত কেউ কিয়েভে আসার চেষ্টা না করেন।

এ ব্যাপারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভে এসে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখন কিয়েভে ফিরে আসার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ; দয়া করে আরও কিছু সময় নিন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানান, ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে।

প্রেসিডেন্টের উপদেষ্টার এমন দাবির পরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দিকে না আসতে অনুরোধ করলেন ও প্রচণ্ড যুদ্ধের কথা জানালেন।

এর আগে কিয়েভের প্রাদেশিক গভর্নর স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছিলেন, রাশিয়ার সেনাদের রাজধানীর আশপাশের কিছু স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দেন, অন্য স্থানগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী।

এমআই