দ্বিতীয় দফায় গড়াল ইরানের নির্বাচন
Share on:
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৯ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দেশটির নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। তাই আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, ২০২৫ সালের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ১৯ মে ইব্রাহিম রাইসির মৃত্যুতে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে দেশটির সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল।
এরপর ২৮ জুন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে লড়তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। পরে দুই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেন চার প্রার্থী। তবে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি।
মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফল অনুযায়ী, দুই কোটি ৫০ লাখের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে সংস্কারপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ৯৩ লাখের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে কট্টরপন্থী কূটনীতিক সাঈদ জালিলি।
এসএম