tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৩, ১৯:২৭ পিএম

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : জামায়াতের গভীর শোক প্রকাশ


642

রাজধানী ঢাকার গুলিস্তানের নিকটবর্তী বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


মঙ্গলবার (০৪ এপ্রিল) এ ঘটনায় তিনি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘আজ ভোর ৬টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের নিকটবর্তী বঙ্গবাজার কাপড়ের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতই তীব্র ছিল যে চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আগুন পাশের আরো কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার পণ্য সাজিয়ে রেখেছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ হাজার ব্যবসায়ী হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব হারিয়ে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের সাত থেকে আটজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত।

শোকবাণীতে তিনি আরো বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহর নিকট দোয়া করছি তারা যেন শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এন