tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ অগাস্ট ২০২৩, ১৮:০৮ পিএম

সাঈদীর গায়েবানা জানাজায় সংঘর্ষ, সৌদিতে থেকেও পুলিশের মামলায় আসামি আজিজুল


69847_

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সৌদি আরব প্রবাসী আজিজুল হককে। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বাদী হয়ে ১৫১ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেন। একটি পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, অন্যটি বিশেষ ক্ষমতা আইনে। ওই দুই মামলায় অজ্ঞাত আরও ১০০০-১১০০ জনকে আসামি করা হয়। প্রত্যেকে মামলায় প্রবাসী আজিজুল হককে ১৩২ নম্বর আসামি করা হয়। আজিজুল হক পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় বজল আহমদের ছেলে।


আজ শুক্রবার চ্যানেল ২৪-এর একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, আজিজুল হক একজন সৌদি প্রবাসী। তিনি ২০২২ সালের ৪ অক্টোবর প্রবাসে পাড়ি দেন। বর্তমানে তিনি সৌদিতে আছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনি দেশে না থেকেও পুলিশের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় আসামি হন।

প্রবাস থেকে মুঠোফোনে আজিজুল হক বলেন, আমি ২০২২ সালের ৪ অক্টোবর সৌদি আরব চলে আসি।

পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র পুলিশের উপর হামলার ঘটনায় পেকুয়া থানায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা রুজু হয়েছে। দেশে থাকা আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পারলাম ওই দুইটি মামলায় আমাকে আসামি করা হয়েছে। আমি এতে চরম মর্মাহত হয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বলেন, আসলে এতগুলো লোককে আমি চিনি না। এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে জিজ্ঞেস করছি। যে প্রবাসী মামলায় আসামি হয়েছে তাকে মামলা থেকে বাদ দেয়া হবে। পুলিশ তার বাড়িতেও যাবে না, হয়রানিও করবে না।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, মামলায় প্রবাসী কেউ আসামি হয়ে থাকলে অভিযোগপত্রে তাকে বাদ দেয়া হবে।

এম বি