tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৩, ২২:৩১ পিএম

সরকারি ক্রয় প্রতিযোগিতা আরও উন্মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর


hasinaaa-20231023190314

সরকারি ক্রয় প্রতিযোগিতা আরও উন্মুক্ত ও অবাধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতাটা যেন আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় সেটি নিশ্চিত করতে বলেছেন। কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য নেই তারপরও তারাই কাজ পেয়ে যাচ্ছে এবং আমাদের উন্নয়ন কার্যক্রম বিলম্ব যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানের পরিবর্তন আনার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেন প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং আমাদের উন্নয়নমূলক কাজ যেন দ্রুত সম্পন্ন করতে পারি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখন আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) কাজ করবে। খুব দ্রুত তারা কাজ করে এই পরিবর্তন করবেন। এই নির্দেশনা উনি(প্রধানমন্ত্রী) দিয়েছেন।

এনএইচ