রাজনীতি
প্রকাশনার সময়: ১৭ জানুয়ারী ২০২৪, ২১:৫২ পিএম
জামিনে মুক্ত জামায়াত নেতা শাহাজাহান চৌধুরী
Share on:
নাশকতা-ভাংচুরসহ বিভিন্ন মামলায় দীর্ঘ ৯৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সূরার সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বুধবার ( ১৭ জানুয়ারি ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহান চৌধুরীর আইনজীবী এডভোকেট মনজুর আহমেদ আনসারী।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে ২০২১ সালের ১৪ মে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়েছিল।
এমএইচ