tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬ এএম

বাইডেন-জেলেনস্কির ফোনালাপ


Biden-Zelensky_

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ৪০ মিনিটের ফোনালাপ হয়েছে।


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ৪০ মিনিটের ফোনালাপ হয়েছে।

হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, টেলিফোনে বাইডেনকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান জেলেনস্কি। এসময়ে ইউক্রেনকে প্রতিরক্ষায় সহায়তার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে টুইটারে বিষয়টি শেয়ার করেন প্রেসিডেন্ট জেলেনস্কিও লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রতিরক্ষা সহায়তা এবং একটি যুদ্ধবিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।

যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়। রাজধানীর কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, দ্বিতীয় দিনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে দিন শেষে ইউক্রেনের সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন পুতিন। সূত্র : সিএনএন।

এইচএন