tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৪, ১৬:৪২ পিএম

মোহাম্মদপুরে নেসলের গাড়ি থামিয়ে দিন-দুপুরে ডাকাতি


ডাকাতি

ঢাকার মোহাম্মদপুরে দিনদুপুরে একটি গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গাড়িটি থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।


আজ সকালে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির গাড়িতে এই ডাকাতি হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, তারা মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলের গাড়িতে ডাকাতির তথ্য পেয়েছে।

তিনি জানান, ব্যাগে নগদ ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিল যা ডাকাতরা নিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোহাম্মদপুরের নেসলের আঞ্চলিক হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সকাল ৯টায় অফিস থেকে বের হন তারা।

মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে পৌঁছালে রাস্তা মেরামতের কারণে তাদের গাড়ির গতি কমে যায়। সকাল ৯টা ৫০ মিনিটে দুটি মোটরসাইকেলে থাকা ছয় ডাকাত পেছন থেকে এসে তাদের গাড়ির আয়না ভেঙে ফেলে। এরপর গাড়ি থামাতে বাধ্য করে তারা গাড়ির সামনে চলে যায়। তাদের হাতে ছুরি ও অস্ত্র ছিল। তারা জানালার কাঁচ ভেঙে হামলা চালায়। তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।

এফএইচ