tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৩, ১৬:৫৭ পিএম

স্টার্লিংয়ের ব্যাটে জয়ের পথে আয়ারল্যান্ড


11

আগে ব্যাট করে শামীমের ফিফটিতে ভর করে আয়ারল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। জবাবে ভালোই শুরু করেছিলেন আইরিশ দুই ওপেনার। তৃতীয় ওভারে তাসকিনে ভাঙল আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। তার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে গেলেন রস এডায়ার (৭)। আইরিশ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শরীফুল ইসলাম। নিজের প্রথম বলেই ফিরিয়েছেন লরকান টাকারকে (৪)।


দুই উইকেট হারালেও স্টার্লিংয়ের ব্যাটের গতি কমেনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলে নেন ৩১ বলে ফিফটি। তার এই ফিফটিতেই জয়ের পথে ছুটছে আয়ারল্যান্ড।

১১ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ৯৭। পল স্টার্লিং ৬৯ রানে ও হ্যারি টেক্টর ব্যাট করছেন ১২ রানে।

প্রথম দুই ম্যাচে টস হেরে ব্যাটিং করে রেকর্ড রান তোলে বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন সাকিব। তবে লিটন দাস ও রনি তালুকদারের ওপেনিং জুটি জমেনি। ওপেনার লিটন ৪, তিনে নামা নাজমুল শান্ত ৫ রান করে ফিরে যান। এরপর রনি তালুকদার ১৪ ও সাকিব আল হাসান ৪ রান করে আউট হন।

তাওহীদ হৃদয় ১২ রান করে ফিরলে ৪১ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশ ৬৪ রান তুলে হারায় সাত উইকেট। অভিষেক হওয়া লেগ স্পিনার রিশাদ ৮ ও তাসকিন শূন্য করে ফিরে যান।

অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ছয়ে নামা শামীম হোসেন পাটোয়ারি। তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন। খেলেন ৪২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫১ রানের ইনিংস। এছাড়া নাসুম আহমেদ ১৩ রান করেন।

আয়ারল্যান্ডের হয়ে মার্ক এডায়ার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাথু হ্যামফ্রিস ২ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এছাড়া হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, বেঞ্জামিন হোয়াইট ও গ্যারেথ ডিলানি একটি করে উইকেট নিয়েছেন।

এবি