বঙ্গোপসাগরে লঘুচাপে মোংলাসহ উপকূলে বৃষ্টি
Share on:
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া ২০ মিনিটের বৃষ্টিতে পৌর শহরের নিচু রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সকাল থেকে আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এসময় বজ্রের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এই বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি মিলেছে উপকূলীয় মানুষের মাঝে। গত দুই-তিনদিন থেকেই দুপুরে এমন হঠাৎ বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে, উপকূলে সুপেয় পানির সংকট থাকায় বৃষ্টি নামলেই শুরু হয় পানি সংরক্ষণের প্রতিযোগিতা।
মোংলা আবহাওয়া অফিসে ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, আগামী তিনদিন বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, কয়েকদিন ধরে কখনো বৃষ্টি, আবার কখনো আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এ এলাকায় তাপমাত্রা বাড়বে।
এমআই