ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
Share on:
ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
ভারতীরয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতালটির প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আটকাপড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এনএইচ