ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬
Share on:
দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিতি আরও বেড়েছে। রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন পৌনে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় একজন পরিদর্শকসহ ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩ হাজার ২২২ জন। পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী ও একজন পরিদর্শক।
ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮১ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫ জন, কুমিল্লায় ১ হাজার ১৪১ জন, যশোরে ১ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ১ হাজার ৮২ জন, বরিশালে ৮৬৪ জন, দিনাজপুরে ১ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ১৬ জন।
এদিন অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৪ জন, ঢাকা বোর্ডে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, যশোরে ৪ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৬ জন বহিষ্কার হয়েছেন।
মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৩ হাজার ৪১৪ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হয়েছেন ১০ জন। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৪ জন।
এমএইচ