tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ২১:৩৯ পিএম

মন্ত্রণালয়ের সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়


জনপ্রশাসন মন্ত্রণালয়.jpg

জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার (১২ ডিসেম্বর) বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, ‘‘বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে মাস্ক পরিধান করছেন না।

কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’শনাক্ত হয়েছে।

এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’’

এইচএন