জঙ্গিবাদ দমন ছাড়া শান্তি আসবে না : ইনু
Share on:
রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গিদের দমন ছাড়া দেশে শান্তি আসবে না বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন জরুরি।
এছাড়া জনজীবন বিপর্যস্থকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুণ্ডাবাজ, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবেলা-দমন ও বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টাতে হবে বলে তিনি জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গিরা এখনও সক্রিয়। তারা এখনও বাংলাদেশ রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। এদের মোকাবেলা করার পাশাপাশি নির্বাচনও করতে হবে।
ইনু বলেন, জনজীবনের সমস্যা-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চমূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন অপরিহার্য হয়ে পড়েছে।
জেলা জাসদের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল এর পরিচালানায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশিদ, যুক্তরাষ্ট্র জাসদের সহ-সভাপতি শাহান খান, কুলাউড়া জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু ও রাজনগর জাসদ সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী প্রমুখ।
এমআই