tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ১৪:১৩ পিএম

যুবলীগ নেতা গ্রেফতার


Untitled-1-6742df2411ec5

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার রাতে তাকে থানাহাজতে রাখা হয়। এর আগে বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কমলাপুরস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেফতার শামীম ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।

গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হন বলে উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, গত ২০২১ সালের ৫ মে ২১ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। শামীম তালুকদার নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, শামীম তালুকদারকে রোববার আদালতে পাঠানো হবে।

এসএম