জাতীয়
প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৩, ১৯:৫৪ পিএম
ডেঙ্গুতে একদিনে ১৪ মৃত্যু, ভর্তি ৬৫৩ জন
Share on:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এ সময় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৬৫৩ জন। চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটি। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হলো।
বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ৩২৭ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ৩২৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ১৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই চার হাজার ৭৬০ জন। বাকি তিন হাজার ৪২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ জন।
এমবি