গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস
Share on:
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি এ কথা বলেন।
হামাস নেতা বলেন, আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে।
তিনি বলেন, ইরাক, লেবানন এবং ইয়েমেনে ইরান-সম্পর্কিত গোষ্ঠীগুলি ইসরাইলকে পরাজিত করবে।
এরআগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হুথিরা রোববার মধ্য ইসরাইলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।
হুথি নেতা আব্দুল মালিক আলকে সম্বোধন করা বার্তায় সিনওয়ার বলেছেন, সব স্তর এবং প্রতিরক্ষা এবং বাধাকে অতিক্রম করে শত্রু সত্ত্বার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এ সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই।
এসএম