tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৩ জানুয়ারী ২০২৪, ২০:৫৫ পিএম

বিমানের সিটের নিচে মিলল সাড়ে চার কেজি স্বর্ণ


sbrnn_cttttgraam

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচ থেকে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।


শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে এ স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তা জানায়, আজ সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (ইএ-১৫২) ভেতরে তল্লাশির করা হয়। পরে দিকে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।

এসএম