tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম

জরিমানা দিতে হবে না বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকদের


image_105612_1721756727

বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকদের বিলম্বে বিল দেওয়ার জন্য কোনো জরিমানা গুনতে হবে না। সঙ্গে বাড়ানো হয়েছে বিল দেওয়ার সময়ও। বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।


এদিকে প্রিপেইড গ্রাহকদের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়ানো এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে রিচার্জের সুবিধা ফের চালু হওয়ায় ভোগান্তি অনেকটাই কমে এসেছে।

দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সাড়ে চার কোটির বেশি। এর মধ্যে প্রায় এক কোটি গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করে। বাকি সাড়ে তিন কোটি পোস্টপেইড মিটারের গ্রাহক। তাদের অনেকেরই বিল পরিশোধের সময় ছিল গত ২০ জুলাই। কিন্তু কোটাবিরোধী আন্দোলনের কারণে ব্যাংক ও মোবাইল পেমেন্ট সার্ভিসগুলো বন্ধ থাকায় বিল পরিশোধ করতে পারেননি গ্রাহকরা। এ সমস্যা সমাধানে পোস্টপেইড গ্রাহকদের জরিমানা ছাড়াই বিল পরিশোধের সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

দেশে বিদ্যুতের সবচেয়ে বেশি গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। আরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, পোস্টপেইড গ্রাহকদের বিল দেওয়ার সময় বাড়িয়েছি। যতদিন অফিস কার্যক্রম বন্ধ থাকবে, ততদিন সময় বাড়বে। আর বিলম্বে বিল পরিশোধেও কোনো জরিমানা দিতে হবে না।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান বলেন, কারফিউয়ের কারণে অনেক পোস্টপেইড গ্রাহক বিল পরিশোধ করতে পারেননি। তাদের সুবিধার জন্য সময় বাড়িয়েছি। যখন ব্যাংক খুলবে, তখন গ্রাহকরা বিল পরিশোধ করবেন। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুন মাসের বিল পরিশোধের সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য কোনো বিলম্ব বা জরিমানা দিতে হবে না।

সাম্প্রতিক সহিংসতার কারণে গত ১৯ জুলাই রাত থেকে সাধারণ ছুটি দিয়ে কারফিউ জারি করে সরকার। এর পরিপ্রেক্ষিতে অফিস আদালতের পাশাপাশি দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ হয়ে যায়।

এনএইচ