৪৫ নেতাকে বিএনপির শোকজ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
Share on:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৪৫ নেতাকে শোকজ দিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে অংশগ্রহণ করায় এই শোকজ দেওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে দলটির তৃণমূলের এসব নেতাকে।
মঙ্গলবার (১৪ মে) বিএনপির দফতর সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের শোকজের চিঠি দেওয়া হয়েছে। কেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না, তার জবাব দিতে বলা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে চার ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৩০০ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। তবে বহিষ্কৃত অনেক নেতা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার খবর পাওয়া গেছে।
রিজভী বলেন, অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। এই কারণে এখন পর্যন্ত কতজনকে বহিষ্কার করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব না।
উল্লেখ্য, গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। দলীয় সিদ্ধান্তে উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছিল দলটি।
এনএইচ