tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৪, ২১:৪৪ পিএম

একদিনে ১৫৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল


war-20240116212836

গাজায় ইসরায়েলের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। নিহতের অধিকাংশই শিশু ও নারী।

এদিকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে চালানো রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদশে দিয়েছে ইরাক সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

এমএইচ