সীতাকুণ্ড অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৭ কর্মী নিহত
Share on:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মোঃ শাহজাহান শিকদার।
নিহত ৭ জনের মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ ও আহতের সংখ্যা চার’শ ছাড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।
এইচএন