টালবাহানা পরিহার করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন : আব্দুর রহমান মূসা
Share on:
সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা।
সোমবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দারুসসালাম থানা আয়োজিত অসচ্ছল ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির মাওলানা হাবিবুল্লাহ রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
আব্দুর রহমান মূসা বলেন, ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর অন্যতম। মূলত বিশাল জনগোষ্ঠীর কর্মহীনতার কারণেই আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছি। সঙ্গত কারণেই আমরা বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তেমন কোনো সাফল্যই দেখাতে পারছি না। তাই দেশ ও জাতিকে দারিদ্র ও বেকারত্বের অশুভ বৃত্ত থেকে মুক্ত করতে হলে দেশের ক্রমবর্ধান শক্তিকে মানবসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। এজন্য যিনি যে কাজে অভ্যস্ত ও আগ্রহী তাকে কাজেই প্রশিক্ষিত ও যোগ্যতর করে গড়ে তুলতে হবে। আর এ দায়িত্ব মূলত রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সীমিত সামর্থ নিয়ে রিকশা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার পূর্ব পর্যন্ত আমাদের এই জনকল্যাণকামী প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, চলমান গণআন্দোলনে ভীত হয়ে এবং অনিবার্য পতন ঠেকানোর সরকার এখন আবোল-তাবোল বকতে শুরু করেছে। তারা এখন জনগণকে ভয় দেখিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি পাশ কাটাতে চায়। কিন্তু কোনো কিছুতেই ফ্যাসীবাদী ও স্বৈরাচারি সরকারের শেষ রক্ষা হবে না। তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
প্রেস বিজ্ঞপ্তি