গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না: এটিএম মা’ছুম
Share on:
গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণ সর্বাত্মকভাবে হরতাল পালন করে ক্ষমতাসীন কর্তৃত্ববাদী অবৈধ জালেম সরকারকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। জনগণের মতামত উপেক্ষা করে এ দেশে কোনো প্রহসনের একতরফা ভোট ডাকাতির অবৈধ নির্বাচন দেশের জনগণ হতে দিবে না। জামায়াত-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জনগণের আন্দোলন কখনো দমন করা যাবে না। সর্বাত্মকভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জনগণ কার্যত বর্তমান সরকারের প্রতি অনাস্থা ঘোষণা করেছে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে আজ ২৯ অক্টোবর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করায় জামায়াত-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের জনগণকে আমরা অভিনন্দন জানায়।
মাওলানা মা’ছুম বলেন, সরকারের রক্তচক্ষু, গ্রেফতার, দমন-নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে আজ ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করায় আমি জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিরোধী দলের সকল নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে অবৈধ জাতীয় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বর্তমান কর্তৃত্ববাদী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের আন্দোলনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য বর্তমান অবৈধ সরকারই দায়ী থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি