tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২২, ১২:০৮ পিএম

চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৫৩


চাঁদাবাজি-১

রাজধানী ঢাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে সম্পৃক্ততার অভিযোগে রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


চাঁদাবাজি-২

র‌্যাব জানিয়েছে, এদের মধ্যে ৩৩ জন চাঁদাবাজ ও ২০ জন ছিনতাইকারী।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কাওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মোবাইল, নগদ টাকা এবং চাঁদাবাজির জন্য মানুষকে দেওয়া রিসিট উদ্ধার করা হয়েছে।

খন্দকার মঈন বলেন, র‌্যাব-৩ এর এখতিয়ার এলাকাগুলো থেকে এসব চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঢাকা শহরের অন্য ছিনতাইয়ের স্পটগুলোও চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে র‌্যাবের ১, ২, ৪ ও ১০ নম্বর ব্যাটালিয়ান কাজ করছে।

তিনি বলেন, আমরা নগবাসীকে নিশ্চিত করে বলতে চাই, আপনাদের ইদুল ফিতর উৎসবমুখর ও নির্বিঘ্নে করতে যা যা করা দরকার আমরা তা করবো।

এইচএন