হিজাব পরে আসায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ
Share on:
নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে আসায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (০৬ এপ্রিল) জাতীয় সংগীত চলাকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল স্কুলড্রেস না পড়ে হিজাব পড়ে আসায় ছাত্রীদের অপমান ও মারধর এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ বিষয়টি স্বীকার করে বলেন, ওই শিক্ষিকাকে শোকজ করা হবে।
তবে স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, হিজাব পরে আসায় ওসব ছাত্রীকে মারধর করা হয়েছে। এজন্য তারা ক্ষুব্ধ হয়েছেন।
এ বিষয়ে শিক্ষিকা আমোদিনী পাল বলেন, এখানে ধর্মীয় কোনও বিষয় ছিল না। স্কুলড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম। একশ্রেণির মানুষ বিষয়টিতে ধর্মীয় রং লাগাচ্ছে। মূলত তাদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ে হামলা চালানোর চেষ্টা করেছেন। খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। প্রধান শিক্ষক বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এইচএন