মমতাজ আপার কাছে সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করি : জাহিদ
Share on:
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও দুইবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ হাজার ১৭১ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বেসরকারিভাবে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে বিজয়ী ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার।
মানিকগঞ্জের সিংগাইর-হরিরামপুর উপজেলা ও সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত
মানিকগঞ্জ-২ আসনের দুইবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের অভিজ্ঞতা এবং দার্শনিক চিন্তা-ভাবনা আমাকে পাথেয় করে তুলবে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু।
এই আসনে মোট ১৯৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, এই আসনের তিনবারের সংসদ সদস্য মমতাজ আপার কাছে আগামীতে সকল উন্নয়মূলক কাজের ব্যাপারে সহযোগিতা আশা করব। তিনি সব সময় আমার পাশে থাকবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করি।
ভোটারদের কাছে প্রতিশ্রুতির ব্যাপারে তিনি বলেন, ভোটের আগে নির্বাচনী প্রচারণার সময় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী পাঁচ বছর জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করার শতভাগ চেষ্টা করব। এর মধ্যে আমি প্রথমেই ধল্লাতে শহীদ রফিক সেতু দিয়ে আমার নির্বাচনী এলাকার জনগণ টাকা দিয়ে পারাপার হচ্ছে। সবার আগে এই সেতু টোলমুক্ত করব। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সেই স্মার্ট বাংলাদেশ গড়ার রোডম্যাপ অনুযায়ী সিংগাইর-হরিরামপুর থেকে পরিচালনা করব।
পরাজিত প্রার্থীদের বিষয়ে জাহিদ বলেন, নির্বাচন মানেই প্রতিযোগিতা, এখানে জয়-পরাজয় থাকবেই। এই আসনে আমার সকল কর্মী-সমর্থকদের বলবো আমরা সবাই এই আসনের জনগণ এবং একে অপরের আত্মীয়। বাংলাদেশের ইতিহাসে এমন শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। আমরা তাদেরকে (পরাজিত প্রার্থী) শ্রদ্ধা ও সম্মান করবো এবং মিলেমিশে আগামী দিনগুলো চলব।
জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, সিংগাইর-হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউপি নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৯৩ টি।
এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকার প্রার্থী মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল, মুশফিকুর রহমান হান্নান, শাহাবুদ্দিন আহম্মেদ চঞ্চল ও দেওয়ান জাহিদ আহমেদ টুলূ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এমএ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহম্মেদ আসিফ ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন।
এসএম