tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ৩০ মে ২০২২, ১০:৪৮ এএম

‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি


Padma Bridge-2022

বাংলাদেশ সরকার পদ্মা নদীর উপর নির্মিত সেতু ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


রোববার ( ২৯ মে ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। পরে এর গেজেট প্রকাশ করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার পদ্মা সেতু নামে নামকরণ করেছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের অনেক প্রতিক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উদ্বোধনের সুসংবাদ হলো- আগামী ২৫ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর শুভ উদ্বোধন করবেন।

এইচএন