tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮ পিএম

ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে : অর্থ উপদেষ্টা


image-292609-1727162777

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত, ভ্যাটসহ রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানান সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

এসএম