জাতীয়
প্রকাশনার সময়: ২৭ অগাস্ট ২০২৪, ২১:০৯ পিএম
আ.লীগের শাসনামলে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন
Share on:
আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছরে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) এ কমিশন গঠন করে সরকার।
কমিশনের অন্য সদস্যরা হলেন- বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে কমিশন তদন্তকার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
এসএম